পাশের দেশে ভারত গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারত শ্রীলঙ্কাকে ধ্বংস করে এখন বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের পায়তারা করছে। আওয়ামী লীগ ৯ পার্সেন্ট জনগণের সরকার, বিদেশিদের স্বার্থ রক্ষা করেই দলটি ক্ষমতায় টিকে আছে।’
একই অনুষ্ঠানে আওয়ামী লীগ বাকশালি কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র নেতা রিজভী বলেন, ‘দেশে সরকারি-বিরোধী দল সবই এখন আওয়ামী লীগের।’
ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।