মাশরাফির বাড়িতে, সাকিবের পার্টি অফিসে আগুন

জাতীয় ডেস্ক

আগস্ট ৫, ২০২৪, ০৪:৪১ পিএম

মাশরাফির বাড়িতে, সাকিবের পার্টি অফিসে আগুন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফি। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফি ছিলেন নীরব। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি। আজ সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। 

মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা বলেন, “কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।”

এ ছাড়া আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনও কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

Link copied!