ঢাকাজুড়ে লাখো পোস্টার; তবুও ভোট মিললো মাত্র ৭ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৪, ১২:৫১ পিএম

ঢাকাজুড়ে লাখো পোস্টার; তবুও ভোট মিললো মাত্র ৭ হাজার

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে ৭৪ হাজার ৩২২টি। বৈধ ভোট ৭২ হাজার ৭৫০টি। ভোটের হার ২১ দশমিক ৬৬ শতাংশ।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

‘পোস্টার মিলন’ নামে পরিচিত হাজি মিলন এবারের নির্বাচনে ২০ হাজার পোস্টার ছাপিয়েছিলেন বলে জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন উৎসবে সারা বছর মিলন পুরো ঢাকা শহরে হাজার হাজার পোস্টারিং করে আলোচনায় থাকেন।

 

 



 

Link copied!