মা কোনও দেশের কাছে আশ্রয় চাননি: জয়

জাতীয় ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ০৪:০৪ এএম

মা কোনও দেশের কাছে আশ্রয় চাননি: জয়

ছবি: সংগৃহীত

দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র তার আশ্রয় চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি এ ধরনের খবর সত্য নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

জয় জানান, “তার মা রাজনীতি থেকে অবসরে যাবেন এবং জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন।”

মঙ্গলবার (৬ আগস্ট) এনডিটিভির সঞ্চালক শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া ও যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

জয় আরও জানান, “যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনও আলোচনাই হয়নি।”

এর আগে, সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর বলেছেন, “খুবই অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান তিনি।”

তবে শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য যেতে পারেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র

জানায়, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনও ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।

Link copied!