নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে নতুন কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি।
শনিবার (১৩ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবছি। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। আমাদের কর্মসূচি চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদের জানাব।’
রিজভী আরও বলেন, ‘আমাদের দল এখনও বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো আছে। তাদের সঙ্গে কথা বলার মতো অনেকগুলো বিষয় আছে... আমরা সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি প্রণয়ন করব এবং তারপর আপনাদের জানাব।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ক্ষমতাসীন দল এখন অবৈধ ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করে উদযাপন করছে। ক্ষমতাসীন দলের এ ধরনের উৎসব একদিন তাদের (আওয়ামী লীগের) পরাজয় ও পতনের মধ্য দিয়ে জনগণের উৎসব হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দল একতরফা নির্বাচন করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আনন্দ করছে, ঠিক যেমন নেকড়ে ও সিংহের মতো হিংস্র ও রক্তপিপাসু প্রাণী শিকার করে ভোজ করে। মানুষকে বশীভূত করে তারা যে আনন্দ পায় তা একদিন তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সেদিন জনগণ বিজয়ী হবে।’
রিজভী বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনও বৃথা যাবে না। এটি ইতিহাসের একটি রেকর্ড এবং এটি ইতিহাসের সাক্ষী। জনগণ পরাজিত হয় না... অশুভ শক্তি কিছু সময়ের জন্য মানুষের ঢেউকে আটকাতে পারে কিন্তু তারা এটি থামাতে সক্ষম হবে না।
তিনি বলেন, কারাগারগুলো হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হওয়ায় তাদের দলের কারাবন্দি নেতা-কর্মীরা শ্বাসরুদ্ধকর পরিবেশে বসবাস করছেন। সেখানে (কারাগারে) সর্বোচ্চ মাত্রার নিপীড়ন চালানো হয়েছে, বিরোধী দলের বন্দিদের সব মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কারাগারে মারা গেছেন। শেখ হাসিনার কারাগারকে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের নৃশংস নিপীড়নের সঙ্গে তুলনা করা যায়।’
রিজভী বলেন, সাধারণ মানুষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে সরকার অবৈধ ক্ষমতার স্বাদ নিচ্ছে। অন্যদিকে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠান্ডার কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ মারাত্মক দুর্ভোগের মধ্য দিয়ে জীবন যাপন করছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।