সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৪, ১২:৩৭ পিএম

সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যের  সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। 
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, শাহাব উদ্দিন, আ ফ ম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ ও উম্মে কুলসুম স্মৃতি।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী তারা বৈঠকে সভাপতিত্ব করবেন।
সংবিধানের বিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

নিয়ম অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব আনা হবে। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম দিনের বৈঠক মুলতবি হবে।

Link copied!