দ্বাদশ জাতীয় সংসদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পাপন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৪, ১০:৫১ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পাপন

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

নাজমুল হাসান পাপন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং একজন সমাজকর্মী ও রাজনীতিবিদ আইভি রহমানের সন্তান। 

তিনি একাধারে একজন রাজনীতিবিদ এবং ক্রিকেট প্রশাসক। এছাড়াও দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট। ২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে নির্বাচনে জিতছেন নাজমুল। অভিজ্ঞ এই সাংসদকে এবার মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি)   ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে।

Link copied!