পিনাকের অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের

‘নির্বাচনের আগে আত্মগোপনে ছিলেন না পিটার হাস’

জাতীয় ডেস্ক

এপ্রিল ৯, ২০২৪, ০১:৪৩ পিএম

‘নির্বাচনের আগে আত্মগোপনে ছিলেন না পিটার হাস’

ম্যাথিউ মিলার

পিটার হাস নির্বাচনের আগে আত্মগোপনে ছিলেন এমন খবর নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই জবাব দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিক জানতে চান যে, বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে কথিত ভারতীয় চাপে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন-এটি কি সত্য? ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক, যিনি বাংলাদেশে একসময় ভারতের হাইকমিশনার ছিলেন তিনি নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি নয়াদিল্লিতে সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের দিকে নজর রাখিনি।’ একই সময় পিটার হাসের আত্মগোপন প্রসঙ্গে হাসতে হাসতে তিনি বলেন, ‘না। এটি সঠিক তথ্য নয়।’

সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতার কিছু তথ্য ওঠে আসে। দিল্লির থিংক ট্যাংক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে’ নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ও ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পিটার হাসের আত্মগোপনে যাওয়ার অভিযোগ তোলেন।

Link copied!