বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ১০:৩৯ এএম

বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

প্রতীকী ছবি

আবারও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও দেশের বিবদমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগামীকাল থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হবে না বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এতে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে আটটি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ জুলাই থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

Link copied!