শেখ হাসিনা ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করেন না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০১:৫৩ পিএম

শেখ হাসিনা ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করেন না: ওবায়দুল কাদের

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, `শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।‍‍`

চিরতরে বিএনপিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে। ভুয়া, ভুয়া।’ ছাত্রলীগের নেতা-কর্মীরাও এ সময় সমস্বরে ‘ভুয়া’ উচ্চারণ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য শেখ হাসিনার উপহার এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান। প্রতিবছর ২০ লাখ করে ৫ বছরে ১ কোটি। খেলা হবে।’

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ফাইনাল খেলা’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কোথায়, কোথায় পালিয়েছে? পালিয়েছে কেন? ফাউল করে লাল কার্ড (খেয়েছে)। পালিয়েছে বিএনপি। এখন বোমা মারবে। তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে। ভুয়া।’ এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরাও সমস্বরে ‘ভুয়া’ বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি হচ্ছে ভুয়া, ওদের আন্দোলন, এক দফা, ৩২ দল—ভুয়া। মানববন্ধন, পদযাত্রা, আন্দোলন—সব ভুয়া। এখন করে অবরোধ। বিএনপির অবরোধ-হরতাল—কিছুই মানে না পাবলিক (জনগণ)। বিএনপি হচ্ছে ভুয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে।’ এ সময়ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও সমস্বরে বলেন ‘খেলা হবে’।

ওবায়দুল কাদের বলেন, ‘লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতিবাজেরা সাবধান, লুটেরারা সাবধান, খেলা হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। প্রস্তুত? ৭ জানুয়ারি সারা দিন খেলা হবে। ৭ তারিখ সকাল-সন্ধ্যা খেলা হবে। সব জেলা-উপজেলা-বিভাগে, সারা বাংলায় খেলা হবে একসাথে।’

Link copied!