শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ০৬:৪৪ এএম

শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনও ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সোমবার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার।

ডেইলি সান জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

Link copied!