বিতর্কিত মন্তব্যের কারণে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৭:১৭ পিএম

বিতর্কিত মন্তব্যের কারণে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে তাকে নোটিশ প্রদান করা হয়।

গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত জামায়াতে ইসলামীর ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’-এ শাহজাহান চৌধুরী একাধিক উসকানিমূলক মন্তব্য করেন।

তিনি বলেন, ‍‍`নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম, তা সকাল বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন।‍‍` পাশাপাশি তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণার নির্দেশ দেন।

দেশব্যাপী এই ধরনের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কের পর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান মন্তব্য করেছেন, দল শাহজাহান চৌধুরীর এই বক্তব্যকে সমর্থন করে না।

Link copied!