নভেম্বর ১২, ২০২৪, ০৯:৪৩ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহর একটি ফেইসবুক পোস্টে তোলাপাড় শুরু হয়েছে।
তিনি লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’
জুলাইয়ের সরকারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুর দুইটা ২৪ মিনিটে ওই পোস্ট দেয়ার একঘন্টার মধ্যে লাইক, রিয়্যাক্ট পড়েছে ৪৮ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে এক হাজার ৬০০ বার এবং কমেন্টে পড়েছে নাড়ে ৯ হাজার।
এই পোস্টের ১৬ ঘণ্টা আগে সোমবার প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন।
প্রোফাইল পিকচার লাল করার পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ/ শেষ হয়নি যুদ্ধ/ ১৩৪ শে জুলাই, ২০২৪’।
সোমবারই আরেক পোস্টে নতুন দুই উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আন্দোলনে অংশ নেয়াদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি।
‘আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’
সম্প্রতি একের পর এক সমালোচনামুখর পোস্ট দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। সোমবার আরেক পোস্টে তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে দাঁত হারানো একজনের ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী
সেই পোস্টে হাসনাত লিখেছেন, ‘যা হারানোর উনারাই হারিয়েছেন। হাসিনা পুনর্বাসন প্রজেক্ট হাতে নেওয়ার আগে এই ছবিটা দেইখেন।’
সোমবার দুপরের আরেকটি পোস্টে তিনি ‘ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাক দেন।