নায়িকাদের মনোনয়ন ফরম ক্রয়

‘দলের সুসময়ের সুযোগ নেয়া সুবিধাবাদীদের চিহ্নিত করা দরকার’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৫:৩১ পিএম

‘দলের সুসময়ের সুযোগ নেয়া সুবিধাবাদীদের চিহ্নিত করা দরকার’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে সংরক্ষিত নারী আসনের ফরম কেনা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারে। তবে মনে রাখতে হবে ১৫ বছর ধরে দল ক্ষমতায়। এই সুসময় ও ক্ষমতা দেখে যারা সুবিধা নিতে এসেছেন তাদের চিহ্নিত করা দরকার। যদিও প্রধানমন্ত্রী সবার যোগ্যতা ও আদর্শ দেখেই মনোনয়ন দিবে আশা করি। সংরক্ষিত মহিলা আসনে নায়িকাদের মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়ে এ কথা বলেন যুব মহিলা লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি শারমিন জাহান মেরি।

রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, উর্মিলা কর, নিপুণ, মেহের আফরোজ শাওন,রোকেয়া প্রাচীসহ আরও অনেক অভিনেত্রী।  

মঙ্গলবার ও বুধবার সকাল ১০টার থেকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীরা। শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশয়ী হওয়ার শঙ্কা করেন তারা। গণমাধ্যমকর্মীদের সামনে প্রশ্ন রাখেন, অপু বিশ্বাস, নিপুণ, সোহানা সাবারা কই থেকে এল? দুর্দিনে এদের তো কখনো মাঠে দেখলাম না।

তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সবাই কিনলেও বিবেচনা প্রধানমন্ত্রী করবে বিধায় তাঁর ওপর আস্থা আছে বলে জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।

এদিকে মনোনয়ন ফরম কিনতে এসে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার কথা বললেন তৃতীয় লিঙ্গের প্রার্থী জামালপুর মহিলা লীগের সহ সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী। তিনি বলেন, নায়িকারা কিনবে নাকি গায়িকারা কিনবে সেটা এখানে আমার দেখার বিষয় নয় কেননা প্রধানমন্ত্রী ভালো করে জানেন কাকে কোথায় বসাতে হবে।

Link copied!