পলাতক দেখিয়ে শেখ হাসিনার বিচারে কোনও বাধা নেই: টবি ক্যাডম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৪, ১২:৪৬ পিএম

পলাতক দেখিয়ে শেখ হাসিনার বিচারে কোনও বাধা নেই: টবি ক্যাডম্যান

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোনও বাধা নেই’ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

বুধবার, ১১ ডিসেম্বর সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

টবি ক্যাডম্যান বলেন, “জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে।”

পলাতক দেখিয়ে বিচার করতে কোনও বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “ভারত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত না দিলেও সেটি বিচারকাজকে বাধাগ্রস্ত করবে না।”

এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার অভিজ্ঞতা থাকার কারণেই টবি ক্যাডম্যানকে প্রসিকিউশন এজেন্সির পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

“এই বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিকভাবে যেন কোনোরকম প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমরা তার সাহায্য গ্রহণ করছি। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি বলেছেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, তার গণতন্ত্র ও আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং বাংলাদেশ সরকার যদি কোনও ফরমাল রিকুয়েস্ট করে, সেটির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন।”

ভারত না দিতে চাইলে “আইসিসি’র কোনও সহযোগিতা নেওয়া যায় কি না, সেটি পরে বাংলাদেশ সরকার ঠিক করবেন,” টবি ক্যাডম্যানকে উদ্ধৃত করে বলেম তাজুল ইসলাম।  

Link copied!