বৃহস্পতিবার ঈদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৪, ০৮:২৪ পিএম

বৃহস্পতিবার ঈদ

প্রতীকী ছবি

দেশের আকাশে আজ চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১১ এপ্রিল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ এপ্রিল ৩০ রোজা পূর্ণ হবে। সেই অনুযায়ী আগামী ১১ এপ্রিল শাওয়াল মাসের ১ তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের প্রধান জামাত: দেশে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সম্পন্ন হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত সম্পন্ন হবে।

আরও পড়ুন: দেশের কোথাও চাঁদ দেখা যায়নি

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত সম্পন্ন হবে। প্রথম জামাত হবে সকাল সাতটায়। পরে এক ঘণ্টা পর পর বাকি চারটি জামাত হবে। শেষ জামাত বেলা পৌনে ১১টায় সম্পন্ন হবে।

এদিকে সোমবার সৌদি আরব, ভারত-পাকিস্তানসহ এশিয়ার কোনো দেশে চাঁদ দেখা যায়নি। দেশগুলো ৩০ রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে।

Link copied!