কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের গত শনিবার দিবাগত রাতে এলপিজি দুটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই নিয়ে চলতি দুই সপ্তাহে চারটি ট্যাংকের অগ্নিকান্ডের ঘটনা ঘটল। তবে কুতুবদিয়ায় বিদেশী পতাকাবাহী বড় ট্যাংকারেও আগুন লেগেছে। বিদেশি পতাকাবাহী বড় এলপিজি ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে এলেও দেশীয় ছোট ট্যাংকারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পর ছোট ট্যাংকারের নাবিক ও কর্মীদের উদ্ধার করা হয়েছে।
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এলপিজি সোফিয়া ট্যাংকার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাংকারটিতে এলপিজি গ্যাস বোঝাই ছিল। তবে এলপিজি নিয়ে আসা তানজানিয়ার পতাকাবাহী বড় ট্যাংকার ক্যাপ্টেন নিকোলাস নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।
বন্দর ও কোস্টগার্ড জানায়, অগ্নিকাণ্ডের পর সোফিয়া ট্যাংকারের ১৮ জন নাবিক, দুজন মুরিং ম্যান, তিনজন পাহারাদার এবং ক্যাপ্টেন নিকোলাস থেকে সাগরে ঝাঁপ দেওয়া আটজন পাহারাদারকে উদ্ধার করা হয়েছে। সোফিয়াতে থাকা উদ্ধার করা নাবিকদের মধ্যে ৯ জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয় এবং একজন ভারতীয়।
বন্দর, কোস্টগার্ড ও ট্যাংকারের স্থানীয় এজেন্টে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার পর আগুনের ঘটনা ঘটে। এলপিজিবাহী ‘ক্যাপ্টেন নিকোলাস’ ট্যাংকার থেকে ছোট ট্যাংকার ‘এলপিজি সোফিয়া’তে গ্যাস স্থানান্তর করার সময় এ দুর্ঘটনা ঘটে।