বান্দরবানে সোনালী ব্যাংকের রুমায় শাখায় অভিযান চালিয়ে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সহকারী ক্যাশিয়ারও রয়েছেন। এ সময় সাতটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
একই দিন সকালে পৃথক অভিযানে বান্দরবানের থানচি থেকে গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার ভোরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কেএনএফের অন্যতম ওই নেতার নাম চেওসিম বম (৫৫)।
আরও পড়ুন: বান্দরবানে গাড়ি চালকসহ কেএনএফের ৩ সদস্য আটক
গ্রেপ্তার চেওসিম বম ‘কেএনএফ’ এর আদি সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ‘কেএনএফ’ প্রধান নাথান বমের ঘনিষ্ঠজন বলে দাবি করেছে র্যাব।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ‘গ্রেপ্তার চেওসিম এর বাড়ি থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে।