ঢাকায় কখন, কোথায় ঈদ জামাত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৪, ০৭:৩৫ পিএম

ঢাকায় কখন, কোথায় ঈদ জামাত

প্রতীকী ছবি

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (১০ এপ্রিল) দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। হিসাব অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ঈদ হবে। মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দিন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

রাজধানীতে ঈদের প্রধান জামাত সম্পন্ন হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে পর পর পাঁচটি ঈদ জামাত। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানেও ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) জানায়, জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দেশের প্রধান ঈদ জামাত সম্পন্ন হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সম্পন্ন হবে।

ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত সম্পন্ন হবে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে সকাল সাতটা থেকে পৌনে ১১টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত সম্পন্ন হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ঢাদসিক), ইসলামিক ফাউন্ডেশন (ইফা), ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে রাজধানীর বিভিন্ন মসজিদে জামাতের সংখ্যা ও সময় জানা গেছে।

রাজধানীর বিভিন্ন মসজিদ-ঈদগাহে জামারে সময়সূচি: ঈদের দিন সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জম’ঈয়তে আহলে হাদিসের প্রধান জামাত সম্পন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় দুটি জামাত সম্পন্ন হবে। সকাল আটটায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত সম্পন্ন হবে সকাল নয়টায়।

সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল আটটায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল আটটায়, আজিমপুর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল আটটায় ঈদ জামাত সম্পন্ন হবে।

সায়েদাবাদ চিশতিয়া দরবার শরফয় জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, সিলেটের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সাড়ে নয়টায় মোট তিনটি জামাত সম্পন্ন হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া সাতটায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে নামাজ বিশ্ববিদ্যালয়ের তিনটি মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রথম জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত বকশিবাজার বায়তুস সালাম মসজিদে সকাল আটটায় ও আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল আটটায় তৃতীয় জামাত সম্পন্ন হবে।

রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে হারুন মোল্লাহ ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদুল ফিতরের নামাজের জামাত সম্পন্ন হবে।

কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত সম্পন্ন হবে। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় সম্পন্ন হবে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় সম্পন্ন হবে।

কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুর মসজিদ মাদরাসায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল সাতটা, আটটা ও পৌনে নয়টায়, দারুস সালাম মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে সাতটা ও সকাল আটটায় দুটি জামাত, পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল সাতটায়, লক্ষ্মীবাজার নূরানি জামে মসজিদে সকাল পৌনে আটটায় ও সকাল সাড়ে আটটায় দুটি ও খিলগাঁও চৌধুরীপাড়া পল্লীমা সংসদ প্রাঙ্গণে সকাল সাড়ে সাতটায় একটি জামাত সম্পন্ন হবে।

Link copied!