মার্চ ৭, ২০২৪, ০৮:০১ পিএম
জিয়াউর রহমান রাজাকার ও আলবদর দিয়ে সরকার গঠন করেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভাচুর্য়াল মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালের বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জনকে হত্যা করা হয় উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘খন্দকার মোশতাক, জিয়াউর রহমান ও তার দোসররা বাংলাদেশকে শেষ করতে দিতে চেয়েছিলেন। তারা বাংলাদেশের ওপর আবার পাকিস্তানি কায়দায় হত্যাযজ্ঞ চালায়।’
সভায় জনপ্রতিনিধিদেরকে আদর্শ বিক্রি না করার আহ্বানও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। শুনেছি এটা নিয়ে টাকাপয়সার লীলাখেলা হচ্ছে। আমি বিশ্বাস করি আমার এলাকার মেম্বার চেয়ারম্যানরা এমন না, তারা বিক্রি হবেন না।’