আওয়ামী লীগের ইশতেহার

২০৩০ সালের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৯:৫০ এএম

২০৩০ সালের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি

প্রতিকী ছবি

দুই সপ্তাহের কম সময় রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবারের ইশতেহারে ২০৩০ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন।

আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান- ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচিত হলে তরুণরা বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত হবে। কর্মক্ষম, যোগ্য তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রসার করা হবে। জেলা ও উপজেলায় ৩১ লক্ষ যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘২০৩০ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বেকার যুবকদের সর্বশেষ হার ১০.৬ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ৩.০ শতাংশে নামিয়ে আনা হবে।’

Link copied!