ডিসেম্বর ২৭, ২০২৩, ০৩:৫০ পিএম
দুই সপ্তাহের কম সময় রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবারের ইশতেহারে ২০৩০ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন।
আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্লোগান- ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচিত হলে তরুণরা বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত হবে। কর্মক্ষম, যোগ্য তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রসার করা হবে। জেলা ও উপজেলায় ৩১ লক্ষ যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘২০৩০ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বেকার যুবকদের সর্বশেষ হার ১০.৬ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ৩.০ শতাংশে নামিয়ে আনা হবে।’