দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারির পর সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে এ লকডাউন কার্যকর হবে বলে জানা গেছে।
গত কয়েক দিন থেকে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতিতে ক্রমাগত বাড়তে থাকায় সরকার এবার কঠোর লকাউনের দিকেই যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন মন্ত্রণালয়। লকডাউন কঠোর করতে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনাও চলছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবারের লকডাউনে সাধারণ মানুষের চলাফেরা একেবারে সীমিত করতে যাচ্ছে সরকার। অর্থাৎ লকডাউন হবে কড়াকড়ি।
দেশের এ চলমান পরিস্থিতিতে লকডাউন কার্যকরে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী ঢাকায় এই লকডাউন কার্যকরে কঠোর থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় গণমাধ্যমকে বলেন, অনেক আর্থিক ক্ষতি হবে জেনেও সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তাই পুলিশও করোনারোধে আরও কঠোর হবে। এজন্য জনসাধারণ যেন আমাদের সহযোগিতা করেন, সেই আহ্বান জানাচ্ছি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। তবে এবার তা হতে দেওয়া হবে না।
সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নিশ্চিত করা এবং লকডাউন কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন অন্তত ২০টি মোবাইল কোর্টের টিম মাঠে নামবে। এ ছাড়া লকডাউন কার্যকরে পুলিশ সদর দপ্তর যে সিদ্ধান্ত বা নির্দেশনা জানাবে আমরা সে অনুযায়ী কাজ করব।
লকডাউন কার্যকর, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করবে বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের এ কর্মকর্তা বলেন, সরকার আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা শক্তভাবেই বাস্তবায়ন করব। আমরা আগের মতোই মাঠে থেকে কাজ করব। স্বাস্থ্যবিথি মেনে আমাদের পেট্রোলিং, চেকপোস্ট থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকরে সামনে থেকে কাজ করবে র্যাব সদস্যরা।