ফাইনালের আগে ফরাসি শিবির ফুরফুরে, অসুস্থতা কাটিয়ে পুরো টিম অনুশীলনে

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৬:১৭ এএম

ফাইনালের আগে ফরাসি শিবির ফুরফুরে, অসুস্থতা কাটিয়ে পুরো টিম অনুশীলনে

রবিবার ফাইনালের আগে অনুশীলনে যোগ দিয়েছেন ফ্রান্সের সব খেলোয়াড়রা। অসুস্থতা ও চোট কাটিয়ে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন তাঁরা। অনেকটাই ফুরফুরে অবস্থায় আছে ফরাসি শিবির। বিশ্বকাপ ফাইনালের আগের দিন এটি স্বস্তির খবর লা ব্লুজদের জন্য। ভাইরাসজনিত অসুস্থতা থেকে সেরে উঠে দলের অনুশীলনে যোগ দিয়েছেন রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে ও কিংসলে কোমানরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন জনই শনিবার দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট উন্মুক্ত ছিল গণমাধ্যম কর্মীদের জন্য। কোচ দিদিয়ের দেশম েএখনো ফাইনালের ছক ফাঁস করেননি। ম্যাচে করিম বেনজেমা কিংবা পগবারা থাকবেন কিনা, এখনো জানা যায়নি। তাঁদেরকে অনুশীলনেও দেখা যায়নি।

তবে ইনজুরি কাটিয়ে বাকিদের সাথে এ দিন অনুশীলনে যোগ দেন ডিফেন্ডার থিও এরনঁদেজ ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনিও। এরনঁদেজ হাঁটুর সমস্যায় ও চুয়ামেনি নিতম্বের চোটে শুক্রবারের অনুশীলনে ছিলেন না।

দুই ডিফেন্ডার ভারানে, কোনাতে ও ফরোয়ার্ড কোমানও শুক্রবারের অনুশীলনে ছিলেন না অসুস্থতার কারণে। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ওই দিন জানিয়েছিল, দলের বেশ কয়েক জন খেলোয়াড় সর্দি-কাশিতে আক্রান্ত। অসুস্থতার কারণে গত বুধবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জেতা সেমি-ফাইনালে খেলতে পারেননি সেন্টার-ব্যাক দায়দ উপেমেকানো ও মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।  

অসুস্থ হওয়া সবাইকে আলাদা রাখা হয়েছিল। ফাইনালের আগের দিন সবাইকে একসঙ্গে অনুশীলনে পাওয়া ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের জন্য স্বস্তির খবর।

শিরোপা লড়াইয়ে রবিবার আর্জেন্টিনার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

সূত্র: মার্কা ডট কম

Link copied!