বিশ্বকাপ ট্রফির উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন দীপিকা-শাহরুখ

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৭:৩০ এএম

বিশ্বকাপ ট্রফির উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন দীপিকা-শাহরুখ

কাতারে ফিফা বিশ্বকাপ ফাইনাল দিয়ে এবারের আয়োজনের পর্দা নামছে রবিবারই। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে সোনায় মোড়ানো ট্রফিটি। এই অনুষ্ঠানে ট্রফি উন্মোচনে থাকছেন বলিউড নায়িকা দীপিকা পাডুকোন। ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খানও। এই জুটির পাঠান সিনেমা মুক্তি পাচ্ছে শিগগিরই। সেই সিনেমার প্রচারের মধ্যেই তাঁরা দুজন ছুটে গেছেন কাতারে। সেখানে শাহরুখ থাকবেন বিশ্বকাপ স্টুডিওতে বিশ্বকাপের সাথে তাঁর সিনেমার প্রচারেও। খবরটি ফিফা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এখনো। দীপিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেন। কিন্তু কাতারসহ বিশ্বের নির্ভরযোগ্য মিডিয়া সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে শাহরুখ যে স্টুডিওতে থাকবেন, এটি অভিনেতা তাঁর টুইট পোষ্টে নিশ্চিত করেছেন।

কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল যে, চলতি বছর ফিফা ফুটবল বিশ্বকাপের অন্তিম অনুষ্ঠানের মঞ্চে অংশগ্রহণ করবেন দীপিকা-শাহরুখ। অন্যতম অতিথি হিসেবে ফুটবল বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন বিজয়ী দলের হাতে। সাথে যে থাকবেন অভিনয়ের বাদশা শাহরুখ, তা জানা গেল পরে। যেন নতুন বছরের শুরুটা একটু বেশিই ধামাকাদার হতে চলেছে এই জুটির। কারণ প্রায় ৪ বছর পর বাদশার আগমন নয়া সিনেমা নিয়ে, যা বক্সঅফিসে ঝড় তুলতে বাধ্য। এরইমধ্যে সিনেমার টাইটেল সং ‘বেশরম রঙ’ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

আগামী ২৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত শাহরুখ-দীপিকা অভিনীত সেই সিনেমা ‘পাঠান’। শাহরুখের জন্মদিনের দিনই বেরিয়েছে ছবির টিজার, যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তান্ডব শুরু হয়েছে ভক্তদের। তাঁর মধ্যে দিন দুয়েক আগেই, ছবির প্রথম গান, ‘বেশরম রঙ’, ভক্তদের উত্তেজনা একেবারে শীর্ষে তুলেছে।

৫৭ বছর বয়সেও শাহরুখের ফিগার, দীপিকার অসাধারণ সেক্সি লুক, দুজনের অসাধারণ রসায়ন সবেতেই ভক্তরা মুগ্ধ। উত্তেজনা আরও বাকি আছে, শোনা যাচ্ছে, ফিফার ফাইনাল মঞ্চে দীপিকার সঙ্গে যোগ দিচ্ছেন শাহরুখও। সুতরাং বোঝাই যাচ্ছে,’পাঠান’-এর প্রমোশনেই বিশ্বকাপের ফাইনাল মঞ্চে থাকছেন এই তারকা জুটি। তবে অভিনেতা পাঠান প্রচারের জন্য বিশ্বকাপের স্টুডিওতে থাকবেন।

শাহরুখের ইউনিভার্স ফ্যান ক্লাবের অফিশিয়াল টুইট থেকে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। ফ্যানপেজ অনুসারে, অভিনেতা নিজেই অনুসরণ করেন এই পেইজটি। ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে অর্থাৎ কভারেজের সময় তিনি ফিফা বিশ্বকাপের স্টুডিও থেকে পাঠানকে প্রচার করবেন। ফিফা বিশ্বকাপ গত ২০ নভেম্বর থেকে শুরু হয় কাতারে, যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর ৷

মানুষি চিল্লার, মৌনি রায়, আমির খান, ডিনো মোরিয়াসহ একাধিক সেলিব্রিটিকে কাতারে লাইভ ম্যাচের সময় দেখা গেছে৷ তবে সিনেমার এই প্রচার স্টাইল এটিই প্রথম নয়, ২০১৩ সালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক-ম্যাচের এক্সট্রা ইনিংসের সময়ও মাঠে থেকে চেন্নাই এক্সপ্রেস সিনেমার প্রচার করেছিলেন শাহরুখ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Link copied!