দিন পেরিয়ে গেল বিশ্বজয়ের, মেসিরা এখন কোথায়!

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২২, ০৬:২৯ এএম

দিন পেরিয়ে গেল বিশ্বজয়ের, মেসিরা এখন কোথায়!

৩৬ বছরের অপেক্ষার প্রহর থামলো। বিশ্বকাপ জয় হলো আর্জেন্টিনার। লিওনেল মেসির হাতে উঠল পরম কাঙ্ক্ষিত সেই শিরোপা। সুখের মুহুর্তগুলো উদযাপন চললো অনেকটা সময় ধরে। জয় শেষে পাঁচ ঘণ্টা পর স্টেডিয়াম ছাড়েন মেসিরা। আর্জেন্টিনায় সবাই আছে অপেক্ষায় কখন ফিরবেন মেসির দল আর ভালোবাসায় বরণ করে নিবে তাঁদের।

সারারাত বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের পর সোমবার কাতার ছাড়লেন ‘লিওনেল স্কয়ার’-এর দল। মাঝে কিছুসময় রোমে অপেক্ষা করে দেশে পা রাখবেন তৃতীয় বিশ্বকাপটি নিয়ে।

বিশ্বকাপজয়ীদের জন্য আগে থেকেই তৈরি ছিল হুডখোলা বাস। সেই বাসে করে রাস্তাজুড়ে হাজারো মানুষের ভালোবাসা নিয়ে লুসাইল স্টেডিয়াম থেকে কাতার বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিবিরে ফেরে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিবিরে ফিরে সবকিছু গুছিয়ে দেশে ফেরার জন্য প্রস্তুত হতে থাকেন বিশ্বজয়ীরা। 

দোহার স্থানীয় সময় সকালে আর্জেন্টিনা এয়ারলাইন্সের বিমান এআর ১৯১৫-এ রোমের উদ্দেশে রওনা দেন আকাশি সাদারা। যাত্রাবিরতিতে রোমের ফিউসিমিনো বিমানবন্দরে নামার কথা রয়েছে তাঁদের। কিছুক্ষণ অপেক্ষা করে আর্জেন্টিনা বুয়েনোস আইরেসের বিমান ধরবেন মেসিরা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তাঁরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময়ে সোমবার রাতে বা মঙ্গলবার সকালে বুয়েনোস আইরেসে নামার কথা রয়েছে মেসিদের। সোমবার দুপুরেই ফেরার কথা থাকলেও কাতার এবং রোমে বিমানের সূচিতে পরিবর্তন হওয়ায় দেশে ফিরতে দেরি হবে মেসিদের। তবে আশা করা হচ্ছে, যখনই মেসিরা দেশে ফিরুন, তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমাবেন হাজার হাজার সমর্থক।

 

Link copied!