কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের পিটিশনে ২ লাখ সই

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:৩৮ এএম

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের পিটিশনে ২ লাখ সই

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের জন্য পিটিশনে সই করেছেন ২ লাখ মানুষ! মাত্র কয়েক দিনের ব্যবধানেই এই সংখ্যাটি তর তর করে বাড়ছে। অথচ বিশ্বকাপের সোনালী শিরোপা উঠেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে, কাপ নিয়ে তিনি স্বদেশেও চলে গেছেন। তবু এই বাস্তবতা মানতে রাজি নন অনেকেই।

ফুটবল বিশ্বকাপের ফাইনাল তাই আবার অনুষ্ঠানের এক অনলাইন পিটিশনে সই করেছেন তাঁরা। খবরটি দিয়েছে ডেইলি মিরর।

মিরর জানায়, পিটিশনে সইকারীর সংখ্যাটি দুই লাখের কাছে পৌঁছে যায় শুক্রবারেই (২৩ ডিসেম্বর)। ফাইনাল পুনঃঅনুষ্ঠানের দাবিতে আয়োজিত ওই ইভেন্টটি শুরু করেছে ফরাসি ওয়েবসাইট 'মেসওপিনিয়নস' এ।

ফাইনাল ম্যাচ পেনাল্টিতে জিতেছে আর্জেন্টিনা। দোহার লুসাইল স্টেডিয়ামে দর্শকদের ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা।

তবে ম্যাচের শুরুতেই পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর সহজেই ২-০ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। প্রথমার্ধে খারাপ পারফর্ম করার পর দেম্বেলে ও অলিভার জিরোদকে উঠিয়ে অ্যাটাকার থুরাম ও র‍্যান্ডাল কোলো মুয়ানিকে মাঠে নামান কোচ দিদিয়ার দেশম।

ম্যাচে এই জুড়ি সামান্যই ছন্দবদল আনেন, তবে এমবাপ্পের জাদুতে বদলে যায় সব সমীকরণ। তার সুবাদেও ফাইনালের লড়াই গড়ায় পেনাল্টিতে। আর ভাগ্যের পরিহাস সেখানেই ফরাসীদের হৃদয় ভেঙেছে। পিটিশনে স্বাক্ষরকারীরা হয়তো এখনও সেই ঘোর কাটিয়ে উঠতে পারেননি। তাঁরা মানতে পারেননি ম্যাচের শুরুতেই ‘বিতর্কিত’ পেনাল্টি দিয়ে এগিয়ে দেওয়াকেও। এ বিশ্বকাপে আর্জেন্টিনা বেশিরভাগ ম্যাচে পেনাল্টি পেয়ে এগিয়ে গেছে।   

Link copied!