মে ১৪, ২০২৩, ০৯:২৩ এএম
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ক্রমেই এগিয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফ ও সেন্টমার্টিনে ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। জানা গেছে, টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর সেন্টমার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
অধিদপ্তর জানায়, প্রবল শক্তি নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানতে পারে কক্সবাজারে। তবে প্রতি মুহূর্তেই রূপ পরিবর্তন করছে মোখা। এখন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় রেখে এগিয়ে আসছে উপকূলের দিকে।
এদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের লোকসংখ্যা প্রায় ১১ হাজার। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে দ্বীপের প্রায় ১১ হাজার জনসংখ্যার মধ্যে ৩ হাজার মানুষকে টেকনাফে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে আনার জন্য ইতোমধ্যে ৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ দ্বীপের ৩৭টি হোটেল রিসোর্ট-কটেজ খালি করা হয়েছে।