প্রস্তুতি ম্যাচে পুরোপুরি অপ্রস্তুত সাকিবের বিশ্বকাপ টিম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২২, ০১:৩৫ এএম

প্রস্তুতি ম্যাচে পুরোপুরি অপ্রস্তুত সাকিবের বিশ্বকাপ টিম

গা গরমের ম্যাচে ম্যাড়ম্যাড়ে ঠান্ডা পারফরম্যান্স দেখিয়ে ৬৩ রানে হারলো টাইগাররা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানিস্তানের দেয়া ১৬১ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করে সব ওভার শেষ করলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে যেখানে দেখা যায় রানের ঝড়, সেখানে দেখা গেল উইকেট পতনের ঝড় আর টেস্ট ম্যাচ ধাঁচের ব্যাটিং। 

ওপেনিংয়ে শান্ত ও মিরাজের জুটি দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ৯ বলে ১২ রান করে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে যান শান্ত। তার উইকেট পড়ার পর থেকে মিরাজ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের যেন ইচ্ছেই হলো না ব্যাটিংয়ের। টি-টোয়েন্টির ঝড়ো ব্যাটিংয়ের খেলায় দেখা গেল তাদের উইকেট পতন ঝড়ের। ২৮ রানে পড়ে যায় ৫ উইকেট। তিনে নেমে ৪ বল খেলে অফ স্পিনার মুজিব উর রহমানের বলে ফিরে যান সৌম্য সরকার।

পর পর দুই বলে ফারুকি ড্রেসিংরুমের রাস্তা দেখান সাকিব আল হাসান ও আফিফ হোসেনকে। ফারুকির পেস ভেঙে দেয় বাংলাদেশ অধিনায়কের স্ট্যাম্প। পরের বলেই আফিফ ফেরেন এলবিডব্লিউতে। ছয়ে নামা ইয়াসির আলিও ব্যর্থ হন ফারুকির বল সামলাতে। পুল করে টপ এজ হয়ে দেন সহজ ক্যাচ।

উইকেটের এই ঝড়ো পতন ঠেকাতে চেষ্টায় ছিলেন মিরাজ আর সোহান। এই চেষ্টা করতে গিয়ে একের পর এক ডট বল খেলে টি-টোয়েন্টিতে দিলেন টেস্ট ম্যাচের স্বাদ। তবুও হলো না কোনো লাভ। এই জুটির ১৮ রান হওয়ার পর সোহান ফিরলেন ফরিদ আহমেদের বলে। ৮ বলে ১৩ করা এই কিপার-ব্যাটার লফটেড কাভার ড্রাইভ করতে গিয়ে পার করতে পারেননি সীমানা।

টি-টোয়েন্টিতে পুরো টেস্টের ধরনে খেলে ৩১ বল খুইয়ে ১৬ রান করে আউট হন মিরাজ। নাবিন উল হকের বল এগিয়ে এসে এলোপাথাড়ি উড়াতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ১১ ওভার পর্যন্ত ক্রিজে আটকে থাকা এই ওপেনার। 

৪৭ রানে ৭ উইকেট হারানোর পর মোসাদ্দেক হোসেন সৈকত এসে ৩২ বলে তার ২৮ রানের ইনিংস দিয়ে কমালেন হারের ব্যবধান। 

 

প্রথম ওয়ার্মআপ ম্যাচে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে আফগানরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। জাজাইকে (১৫) মোসাদ্দেক হোসেনের তালুবন্দি করেন তাসকিন আহমেদ। ১৮ বলে ২৬ রান করে রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান সাকিবের বলে। প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তোলে আফগানিস্তান।  

দলীয় ৯৮ রানে রাসুলিকে (১২) বোল্ড করেন তাসকিন। ৪৬ রান করে হাসান মাহমুদের বলে ফেরেন ইব্রাহিম জাদরান। এরপর নাজিবুল্লাহ জাদরানকে (৫) ফিরিয়ে নিজের জোড়া উইকেট শিকার করেন হাসান।

১৯তম ওভারে ক্রিজে নামেন মোহাম্মদ নবী। সাকিবের ওভারে দুই ছক্কা ও এক চারে রানের গতি আরও বাড়িয়ে দেন তিনি। শেষদিকে নবীর ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ১৬০ রানে থামে আফগানিস্তান। ৩ উইকেট নেন তাসকিন। দুটি করে উইকেট নেন সাকিব ও হাসান মাহমুদ।

 

এই ওয়ার্ম আপ প্রস্তুতি ম্যাচে আফগান টিমের গা-গরম হলেও শীত আসার আগেই বাংলাদেশ টিমের খেলায় দেখা গেল শীতলতা। এই নির্জীব পারফরম্যান্সের টিম নিয়ে বিশ্বকাপে কি অপেক্ষা করছে তা এখন ভাববার বিষয়।

Link copied!