টিকা নিয়ে রুনু বললেন, জয় বাংলা!

দেশে প্রথম করোনা টিকা গ্রহণকারী রুনু ভেরোনিকা কস্তা (ইনসেটে)। ছবি: সংগৃহীত

জানুয়ারি ২৮, ২০২১, ০১:১৮ এএম

টিকা নিয়ে রুনু বললেন, জয় বাংলা!

দেশে বুধবার শুরু হল করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। প্রথমবারের মতো এই ভ্যাকসিনটি নিয়েছেন রুনু ভেরোনিকা কস্তা নামের একজন  সিনিয়র নার্স। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই স্টাফ নার্স রুনুর সঙ্গে ভ্যাকসিন নিয়েছেন আরো চারজন। রুনুর পর উদ্বোধনী অনুষ্ঠানে যথাক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, পুলিশ সদস্য দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

ভ্যাকসিন নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুনুকে জিজ্ঞাসা করেন, রুনু ভয় পাচ্ছ কি? উত্তরে রুনু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, না। এরপরই তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দে ফেটে ফেরেন এবং তাকে সাধুবাদ জানান।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহণকারী অন্য চারজনের সঙ্গেও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কথোপকথন হয়।

বুধবার বিকেল ৪টা ৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের ওই উদ্বোধনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি অংশ নেন। এবং কর্মসূচির উদ্বোধন করেন।

টিকার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। এতে দেখা গেছে, রুনু ভেরোনিকা কস্তা টিকা নিতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি তাকে জিজ্ঞেস করেন, ‘ভয় পাচ্ছ না তো?’ রুনু মাথা নাড়িয়ে ও মুখে বললেন, ‘না’। এরপর তিনি টিকা নেন। টিকা নেওয়ার পর রুনুর উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ থাকো, ভালো থাকো।’ প্রধানমন্ত্রীর এই কথা মুনে জয় বাংলা স্লোগান দিয়ে টিকা নেওয়ার নির্ধারিত স্থান ত্যাগ করেন রুনু।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশে আরও ২৫ জন টিকা নেবেন। এরপর কাল থেকে কুর্মিটোলার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে প্রথম সারির পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হবে।

৭ ফেব্রুয়ারি ৬৪ জেলায় ব্যাপকভিত্তিক টিকাদান শুরু হবে। করোনার টিকাদান কত দিন চলবে, তা এখনো কেউ নিশ্চিত করতে পারেননি।টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

উদ্বোধনের পর দেশের মানুষকে টিকা পেতে অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরাও টিকাদানকেন্দ্রে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন।

করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’নামের ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকে সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।

দেশে সংক্রমণ পরিস্থিতি যখন অনেকটাই কমে এসেছে, তখন টিকা দেওয়া শুরু হলো। তবে বাংলাদেশসহ সারা বিশ্ব এখনো করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই আছে। কোনো কোনো দেশে পুনরায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কিছু দেশে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন দেওয়া হচ্ছে। কোনো কোনো দেশে করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) বিস্তার দেখা যাচ্ছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষকে টিকার আওতায় আনা তাৎপর্যপূর্ণ ঘটনা।

ছবি: ফোকাস বাংলা

Link copied!