চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:০৩ এএম

চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

চীন থেকে বাংলাদেশে আসা চার নাগরিকের প্রাথমিকভাবে করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য তাদের ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ৮টায় আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাহমিনা শিরিন বলেন, আজ বিকেলে শাহজালাল বিমানবন্দরে এ চারজনের করোনা শনাক্ত হয়। এরপর তাদের নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনও আমরা হাতে পাইনি। ফলে এরা ওমিক্রনের নতুন উপ-ধরনে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়।

নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে শিরিন বলেন, পরীক্ষার ফল এলে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। এ সময় ২০ জন চীনা নাগরিকের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। পরে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করলে ৪ জনের করোনা শনাক্ত হয়।

Link copied!