নভেম্বর ২৩, ২০২২, ১২:২৮ এএম
ছিল না হাই ভোল্টেজ কোনো ম্যাচ। প্রতিপক্ষ ছিল সৌদি আরব। তাই হেসেখেলেই সৌদিকে হারানোর কথা ছিল আর্জেন্টিনার। সেরকম প্রত্যাশা নিয়েই হয়তো খেলা দেখতে বসেছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের এক আর্জেন্টিনা সমর্থক। কিন্তু সৌদির কাছে অপ্রত্যাশিত সেই হারের আঘাতটা আর নিতে পারেনি তাঁর হৃদয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের মধ্যে খেলা চলাকালে বুকে ব্যথা অনুভব করেন কাউছার জাবেদ ওরফে কাকন (৫০)। দ্বিতীয় গোলটি যখন প্রিয় দলের জালে জড়ায় কাউছার জাবেদ তখন ঢলে পড়েন। সে অবস্থায়ই মারা যান তিনি।
কাউছার উপজেলার শিকারপুর গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে।
স্থানীয়রা বলেন, বিকেল চারটায় তাঁদের সাথে কাউসার আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ফুটবল খেলা দেখতে বসেন। খেলার ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব। তখন কাউছার বুকে তীব্র ব্যথা অনুভব করে তাঁর (আবু নাছের) কোলে ঢলে পড়েন। দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিকারপুর গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের কয়েকজন জানান, কাউছার আর্জেন্টিনা ফুটবল দলের কঠিন সমর্থক ছিলেন। লিওনেল মেসি ও ডি মারিয়া তাঁর পছন্দের খেলোয়াড়। প্রিয় দলের গোল খাওয়াটা তিনি সহ্য করতে পারেননি। এর আগে অফসাইডের কারণে কয়েকটি গোল বাতিল হওয়ায় তাঁর মন খারাপ ছিল।
বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে সৌদি আরব। খেলার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল-শেহরি। ৫৩ মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি।