বিশ্বকাপ স্বপ্নে চোটের আঘাত নিয়ে নেইমারের কষ্টকথা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২২, ০৯:৪৫ এএম

বিশ্বকাপ স্বপ্নে চোটের আঘাত নিয়ে নেইমারের কষ্টকথা

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে একের পর এক ফাউলের শিকার হয়ে গোড়ালিতে চোট পান নেইমার। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয় গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

চোটে পড়ে বিশ্বকাপ স্বপ্নে আঘাত পেয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মনে পড়ছে ২০১৪ বিশ্বকাপের কথা। সেই আসরে চোট পেয়ে পুরো খেলা থেকেই ছিটকে যান নেইমার।

এবার প্রথম ম্যাচেই সঙ্গী হলো চোট। বিশ্বকাপে চোট পাওয়ার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না তাঁর। পরবর্তী দুই ম্যাচ খেলতে না পারার খবরটা ব্রাজিল দলের জন্য বেশ দুশ্চিন্তা নিয়ে এসেছে। নেইমারও মন খারাপের সাগরে ভাসছে। সেই কষ্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তারকা এই ফুটবলার।

neymar 1

ব্রাজিলের প্রতিনিধিত্ব করার সুযোগটা নেইমারের কাছে অনেক দামি। তাঁর ভালোবাসা বুঝাতে পোস্টে তাই ই লিখেছেন, ‘ব্রাজিলের জার্সি পরার জন্য আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি, তার কোনো ব্যাখ্যা নেই। ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দেন, তা হবে ব্রাজিল।’

‘আমার জীবনে কোনো কিছুই এমনি এমনি চলে আসেনি বা সহজ ছিল না। সব সময়ই আমাকে আমার স্বপ্ন এবং লক্ষ্যকে তাড়া করতে হয়েছে। কখনও কারও অমঙ্গল কামনা করবেন না বরং অভাবীদের সাহায্য করবেন।' লিখেছেন এই পিএসজি ফরোয়ার্ড।

২০১৪ বিশ্বকাপের কথা মনে করে নেইমার বলেন, ‘আজকের দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে এবং সেটা আবারও বিশ্বকাপে। আমার একটি ইনজুরি আছে, এটা বিরক্তিকর।’

দ্রুতই মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়ে ব্রাজিলের প্রাণভোমরা লিখেন, ‘এটা আমাকে যন্ত্রণা দেবে কিন্তু আমি নিশ্চিত যে, আমি ফিরে আসার সুযোগ পাব। আমি আমার দেশ, আমার সতীর্থ এবং নিজেকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। শত্রুরা আমাকে এভাবে ছিটকে দেওয়ার জন্য অনেকদিন অপেক্ষা করবে? কখনও না। 'আই অ্যাম আ চাইল্ড অব দ্য ইম্পসিবল গড', এবং আমার বিশ্বাস অন্তহীন।’

Link copied!