বঙ্গবন্ধু কাপ ২০২২ : বরিশাল না কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৫২ এএম

বঙ্গবন্ধু কাপ ২০২২ : বরিশাল না কুমিল্লা

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ফর্মের বিচারে প্রথম কোয়ালিফায়ারে এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। ৭ ম্যাচে জয়ের পাশাপাশি বৃষ্টির কারণে এক ম্যাচে ড্র করেছে তারা। অর্থাৎ ওই পর্বে দুটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে বরিশাল।

একটিতে বরিশাল পরাজিত হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথমভাগের ওই ম্যাচে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ৬৩ রানে হারায় সাকিব আল হাসানের বরিশালকে।

সাত ম্যাচের ছয়টিতে টানা জয় পেয়েছে বরিশাল। ওই ধারায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে মধুর প্রতিশোধও নিয়েছে বরিশাল। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ৩২ রানে পরাজিত করে তারা। আজ ফের কুমিল্লার মুখোমুখি হয়ে জয়ের ধারাবাহিকতাকে সাতে টেনে নিতে চায় বরিশাল।

এদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল কুমিল্লা সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট। ছয় ম্যাচে জয়ের পাশাপাশি বৃস্টির কারণে ড্র করেছে এক ম্যাচে। তবে তারা কখনো বরিশালের মতো ধারাবাহিক ছিল না। তারপরও কুমিল্লাই একমাত্র দল, যারা বরিশালকে তটস্থ করে রাখতে পারে।

কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস বলেন,‘ বিপিএলের এই পর্যায়ে এসে খেলায় জয় পাওয়াটা অপরিহার্য। আমরা জানি বরিশালের মতো দলের মোকাবেলা করা কতোটা কঠিন। তবে আমরা তাদের শক্তি ও দূর্বলতা সম্পর্কে অবগত। আমরাও ভাল খেলেছি। তবে একটি কঠিন ম্যাচে লড়াইয়ের জন্য আমরা অপেক্ষা করছি।

Link copied!