বিপিএলে বৃষ্টি বাগড়া। শুক্রবার সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হওয়ার শঙ্কা। কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে।
সেখানে রি-ইউনিয়ন হয়ে যায় তিন আফগানিস্তান ক্রিকেটারের। কুমিল্লার হয়ে খেলতে এসেছেন করিম জানাত। ঢাকায় খেলছেন মোহাম্মদ শাহজাদ ও ফজল হক ফারুকি। দুই দলের ড্রেসিংরুমের মাঝখানে আফগান ত্রয়ীকে দেখা যায় আড্ডায় মশগুল হতে। কিন্তু মোহাম্মদ শাহজাদ সেখানে এক বিতর্কের জন্ম দেন। জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট নিয়ে মাঠে ধূমপান করেন তিনি। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।
এমন ঘটনা মিডিয়া ম্যানেজারের নজরে আসলে তিনি এগিয়ে যান শাহজাদকে থামাতে। কিন্তু তাকে থামানো যায়নি। পরবর্তীতে ঢাকার ম্যানেজার মিজানুর রহমান বাবুল ও সিনিয়র ক্রিকেটার তামিম মাঠে ধূমপান করতে নিষেধ করেন। এরপর ড্রেসিংরুমে ঢুকে যান শাহজাদ।
মাঠে এমন ঘটনা কোড অব কডাক্টের বাইরে। বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসানবলেছেন, ‘এটা কোড অব কডাক্টের বাইরে। খেলার মাঠে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সে যদি এ বিষয়ে জেনে না থাকে ম্যাচ অফিসিয়ালদের উচিৎ তাকে সতর্ক করা। যাতে ভবিষ্যতে কেউ এমন না করে, সতর্ক থাকে।’