এই বাজেট কারা করছে? তারাতো জনগণের প্রতিনিধি নয়: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২২, ১০:১৫ পিএম

এই বাজেট কারা করছে? তারাতো জনগণের প্রতিনিধি নয়: ফখরুল

যারা বাজেট ঘোষণা করছে তারা জনগণের প্রতিনিধি নয়; বাজেট ঘোষণা করার কোন অধিকার তাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার নিজেদের লুটপাটের জন্য বাজেট তৈরি করছেন বলেও তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা শাখা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এর আগেও বাজেট নিয়ে কথা বলেছি, প্রতিক্রিয়া জানিয়েছি। এইবার কোন প্রতিক্রিয়া জানাতে চাই না। কারণ আমরা কোন বাজেটের প্রতিক্রিয়া দিবো না। এটা কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা আজকে বাজেট ঘোষণা করছে তারাতো জনগণের প্রতিনিধি নয়। বাজেট ঘোষণা করার কোন অধিকারতো তাদের নেই।”

 সরকার বাজেট তৈরী করছেন নিজেদের লুটপাটের জন্য-এই অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, “ভবিষ্যতে কিভাবে আরো লুটপাট করতে তারা এই হিসাব করে। তাই এবারের বাজেট আমাদের কাছে কোন গুরুত্ব পায়নি।”

শুধু বিএনপির নয়, গোটা জাতির জন্য একটি খারাপ সময় যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এখন যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা দেশের মানুষের সকল অধিকারগুলো কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এই দেশটাকে একটা লুটপাটের রাজত্বে পরিণত করেছে।”

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার উন্নয়ন উন্নয়ন বলে পাগল হয়ে যাচ্ছে। আরে উন্নয়নটা কোথায়? তারা অবকাঠামো বানাচ্ছে আর নিজের পকেট ভরছে। শতকরা ৪২ ভাগ লোক এখন দারিদ্র সীমার নিচে চলে গেছে।“

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সারাদেশে সম্মেলন করে প্রতিনিধি নির্বাচন করার লক্ষ্য একটাই, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা গণতান্ত্রিকভাবে সংগ্রাম করবো, লড়াই করবো। এই সংগ্রাম কোন ব্যক্তির জন্য নয়। এটা দেশকে রক্ষা করার জন্য।“

তিনি আরও বলেন, “ ১৯৭১ সালে আমরা যে সংগ্রাম করেছিলাম সেই একইভাবে এই দেশকে বাঁচানোর জন্য আমাদের আবার যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে।” 

Link copied!