আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষস্থানে ইলন মাস্ক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:২৩ এএম

আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষস্থানে ইলন মাস্ক

বিশ্ব ধনকুবেরদের তালিকা খুব দ্রুতই পাল্টাচ্ছে এখন। এই যেমন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের মধ্যে ব্লুমবার্গের ধনকুবেরদের এ তালিকায় শীর্ষে উঠলেন তিনি।

ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। 

ব্লুমবার্গের হিসাব মতে, গতকাল ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়ে যায়। আর তখনই ধনীর তালিকার ক্রম পাল্টে যায়।

সূত্র: সিএনএন

Link copied!