আবারও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

প্রযুক্তি ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ১১:২১ পিএম

আবারও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

প্রযুক্তিবিশ্বে কর্মী ছাঁটাই যেন থামছেই না। গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। এবার দ্বিতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ দফায় অন্তত ১০,০০০ লোক চাকরি হারাচ্ছেন বলে জানা গেছে।

৫ হাজারের মতো পদ শূন্য থাকলেও এই প্রতিষ্ঠানটি নতুন নিয়োগের কথা তো ভাবছেই না উল্টো খরচ কমাতে আরও কর্মী ছাঁটাই করার প্রয়োজনীয়তা দেখছেন মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার (১৪ মার্চ) এক বার্তায় জাকারবার্গ বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সংস্থার নেতারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করবেন। কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাদ দেওয়া হবে ও কর্মী নিয়োগ কমানো হবে।’ 

কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় জাকারবার্গ জানান, ২০২২ সালে প্রতিষ্ঠানের রাজস্ব নাটকীয়ভাবে কমেছে। আর এটাকে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার একটি সংকেত হিসেবে দেখছেন তিনি।

২০২২ সালের শেষ তিনমাসে সংস্থার আয় অন্তত ৪ শতাংশ কমে যায় বলে জানায় মেটা। যদিও ২০২২ সালে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি।

এরপরেও কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হার, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করেছেন জাকারবার্গ। 

চলতি সপ্তাহে প্রথমে কোম্পানির রিক্রুটিং ডিভিশনের ছাঁটাই করা হবে। এরপর এপ্রিলে টেকনিক্যাল ডিভিশন ও মে মাসে ননটেকনিক্যাল ডিভিশনে ছাঁটাই করা হবে।

গেল বছরের শেষ ও চলতি বছরের শুরুতে অ্যামাজন, টুইটার, গুগলের মতো বড় বড় সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। চলমান বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলা ও মন্দার পূর্ব প্রস্তুতি হিসেবে অফিসে কর্মী সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

Link copied!