ইন্টার্ন করে মাসে বেতন ৮ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ০৬:৩৫ পিএম

ইন্টার্ন করে মাসে বেতন ৮ লাখ

ইন্টার্ন করে ৭ থেকে ৮ লাখের মতো মাসিক বেতনের বিষয়টি নিঃসন্দেহে বিস্ময় জাগাতেই পারে। শুনতে কিছুটা বিস্ময়ের হলেও বাস্তবেই উবার এবং অ্যামাজনের মতো কোম্পানীতে ইন্টার্ন করেই এ আয় করছেন অনেকে। মূলত প্রযুক্তি ও ই-কমার্স খাতে ইন্টারশিপ থেকে বিপুল পরিমাণ এ অর্থ আয় করা যাচ্ছে।

চাকরি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম গ্লাসডর। প্রতিষ্ঠানটি ২০২২ এর এপ্রিল মাসের চাকরির একটি জরিপ এ তথ্য জানিয়েছে। তথ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি ইন্টার্নশিপ প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টার্নদের সবথেকে বেশি বেতন দেয় গেমিং কোম্পানী রোবলক্স। এ প্রতিষ্ঠানটি একজন ইন্টার্নকে মাসিক ৯ হাজার ৬৬৭ ডলার পর্যন্ত অর্থ দিয়ে থাকে। এরপরই মাইক্রোসফট, ডয়েচে ব্যাংক, ই-বেয়-র মত প্রতিষ্ঠানগুলো মাসে ৭ হাজার ডলারের মতো দিয়ে থাকে। ২০১৭ সাল থেকে গ্লাসডোর ইন্টার্নশীপের আয় নিয়ে প্রতিবেদন করে আসছে।     

Link copied!