বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে দেশে মোবাইল অপারেটরগুলোর আনলিমিডেট (মেয়াদবিহীন) ডেটা এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পরপরই অপারেটরদের মোবাইল অ্যাপগুলোতে এ ধরণের প্যাকেজ অফার দেখা যাচ্ছে।
মেয়াদহীন বলা হলেও সর্বোচ্চ ১ বছর ইন্টারনেটের ডাটা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেছেন, এটি বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য 'ঈদ উপহার'। তিনি বলেন, এর মাধ্যমে গ্রাহকদের ডেটা ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত হয়েছে।
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ অনুষ্ঠানে নতুন প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, মেয়াদহীন ডেটার প্যাকেজের ক্ষেত্রে গ্রামীণফোন ১৫ জিবি ১০৯৯ টাকায় ও ৫ জিবি ৪৪৯ টাকায়, রবি ১০ জিবি ৩১৯ টাকায়, বাংলা লিংক ৫ জিবি ৩০৬ টাকায় এবং টেলিটক ২৬ জিবি ৩০৯ টাকায় ও ৬ জিবি ১২৭ টাকায় প্যাকেজ দেয়া শুরু করেছে।