আদালত থেকে লকার ভাঙার নির্দেশনার পর ইভ্যালির কার্যালয়ে আসেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। লকার খুলতে লোকজনও এসেছেন বিশেষ কমিটির এই চেয়ারম্যান
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। বিপুল অর্থ উদ্ধারের আশায় লকার খুললেও মিলল কিছু চেকবই ও কিছু প্রেসক্রিপশন। যার কোন মূল্য নেই বিধায় হতাশা ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, আমরা অনেক আশা নিয়ে লকার খুলতে চেয়েছি। ভেবেছি টাকা বা অন্য কিছু পাব।
এছাড়া ইভ্যালির গ্রাহকরা সহসাই টাকা ফেরত পাচ্ছে না বলে জানান তিনি। তবে গ্রাহকদের সকল ধরনের কাগজপত্র সংগ্রহে রাখতে বলেন তিনি।
https://www.youtube.com/watch?v=NgN5PnEpWnw