গুগলকে ফের জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০২:১৩ এএম

গুগলকে ফের জরিমানা

বিতর্কিত ভিডিও না সরানোয় ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে গুগলকে। মস্কোর তেগানস্কি জেলা আদালত বলেছেন, প্রতিষ্ঠানটি ইউক্রেনে রুশ সেনাদের পরাজয় ও বেসামরিকদের হতাহতের ‘অসত্য তথ্য’ বিতরণ করেছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণ হয়েছে। বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউটিউবে ‘মিথ্যাচারের’ অভিযোগে গুগলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এপ্রিলের শুরুতেই জানিয়েছিল রাশিয়ার যোগাযোগ খাতের পর্যবেক্ষক সংস্থা।

রয়টার্স লিখেছে, বিদেশি প্রযুক্তি কোম্পানি এবং সংবাদমাধ্যমের বিপরীতে রাশিয়ার তথ্য সরবরাহ নিয়ন্ত্রণের একটি অঘোষিত লড়াই চলছে। গুগলের ওপর আরোপিত সাম্প্রতিক জরিমানা তারই অংশ।

মস্কোর টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলায় গুগলকে ৪০ লাখ রুবল ও ৭০ লাখ রুবল জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে গুগলের প্রতিক্রিয়া জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি রয়টার্স।

Link copied!