চীনে মোহভঙ্গ! এবার ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০৫:১০ পিএম

চীনে মোহভঙ্গ! এবার ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল

মোবাইলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে মার্কিন কোম্পানি অ্যাপলের আইফোন। শুধু তাই নয়, এই ফোনের নতুন নতুন মডেলকে ঘিরেও আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, আসছে সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজের। এবার অ্যাপলের আরও একটি বড় খবর হলো-আসছে সেপ্টেম্বর থেকেই আইফোন এর নতুন সিরিজের ফোন তৈরি হবে ভারতেই।

অ্যাপল এতদিন শুধুমাত্র চীনেই উৎপাদনে জোর দিত। তবে এবার চীন ছেড়ে অন্যান্য দেশেও লেটেস্ট আইফোন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। চিনের সঙ্গে ভারতেও আইফোন ১৪ সিরিজ উৎপাদন করবে অ্যাপল।

উৎপাদনে কেন ভারতকে বেছে নিচ্ছে অ্যাপল?

স্মার্টফোন তৈরির জন্য প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর। তাইওয়ান বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রস্তুকারী দেশ। সম্প্রতি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীন-আমেরিকা সম্পর্ক তলানিতে। দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। চীন এরই মধ্যে জানিয়েছে এবার থেকে তাইওয়ানে তৈরি সব যন্ত্রাংশের উপরে সঠিক লেবেল থাকতে হবে।

এরপরই অ্যাপলের এর তরফ থেকে সাপ্লায়ারদের জানানো হয়েছে, তাইওয়ানে তৈরি সব যন্ত্রাংশে মেড ইন তাইওয়ান, চায়না অথবা মেড ইন চায়না তাইপে লিখতে হবে। যন্ত্রাংশে মেড ইন তাইওয়ান লেখা থাকলে আমদানির সময় ৪৬ হাজার টাকা পর্যন্ত জরিমান গুনতে হতে পারে। এমন কি চীন চাইলে এই প্রোডাক্টগুলিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেশে ঢুকতে বাধা দিতে পারে।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন ১৪ এর বেশিরভাগ পরিমাণ চীন থেকেই উৎপাদন হবে। তবে ভারতে উৎপাদনে জোর দিয়ে আইফোন উৎপাদনের ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে অ্যাপল।

প্রথমবারের মতো লেটেস্ট মডেলে আইফোন উৎপাদনে ভারত

এতদিন পুরনো মডেলে ভারতে উৎপাদন চললেও কখনই ভারতে লেটেস্ট জেনারেশনের আইফোন তৈরি হয়নি। ভারতে তৈরি অ্যাপলের আইফোন শুধুমাত্র ওই দেশের বাজারে বিক্রি হবে। অন্য দেশে রপ্তানি করা যাবে না।

ভারত থেকে এর আগেও লেটেস্ট জেনারেশনের ফোন উৎপাদন করলেও লঞ্চের সময় চিনে উৎপাদনেই ভরসা রেখেছিল অ্যাপল। ২০২১ সালের সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল আইফোন ১৩। পরের বছরের এপ্রিলে ভারত থেকে এর উৎপাদন শুরু হয়। তবে এবার চীন ও ভারতে একসাথে আইফোন ১৪ উৎপাদনে যাচ্ছে অ্যাপল।

কেন এতগুলো আইফোন লঞ্চ করছে অ্যাপল?

আসছে সেপ্টেম্বরে আইফোন সিরিজের চারটি নতুন ফোন বাজারে আনছে অ্যাপল। যার মধ্যে রয়েছে মোট ৪ টি নতুন ফোন-আইফোন-১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স। এছাড়াও  চলতি বছরে বাজারে আসতে পারে অ্যাপল ওয়াচ এর তিনটি নতুন মডেল।  

আগে কখনও অ্যাপলকে একসঙ্গে এত প্রোডাক্ট লঞ্চ করতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আভাস পেয়ে দ্রুত প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করেছে অ্যাপল। আর্থিক মন্দার হাত থেকে রেহাই পেতে অ্যাপল দ্রুত যত বেশি সংখ্যক ডিভাইস বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে।

আইফোন ১৪ এর সম্ভাব্য দাম

আইফোন ১৩ প্রো মডেলের থেকে ১০০ মার্কিন ডলার বেশি দামে বিক্রি হতে পারে আইফোন ১৪ প্রো সিরিজ। এক হাজার ৯৯ ডলারের পরিবর্তে  এগারো শো ৯৯ ডলার থেকে এই আইফোনের দাম শুরু হতে পারে। আর আইফোর ১৪ এর দাম শুরু হতে পারে  ৭৯৯ ডলার থেকে।

Link copied!