সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কারও ব্যক্তিগত ছবি, ভিডিও শেয়ার করতে হলে লাগবে ওই ব্যক্তির অনুমতি। গত মঙ্গলবার জনপ্রিয় এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
অনেক আগে থেকেই টুইটারের গোপনীয়তা নীতিতে তৃতীয় কোন ব্যক্তির মোবাইল নম্বর, ঠিকানা ও পরিচয়পত্র প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা ছিল। এবার এর সঙ্গে যুক্ত হলো নতুন এ নিয়ম।
এক ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, “এই নিয়ম লঙ্ঘন করে কোনো ব্যক্তির ছবি, ভিডিও শেয়ার করা হলে ওই বিষয় বস্তুটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।”
গত সোমবার টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এর সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তিনি ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করে আসছিলেন পরাগ।