টুইটারে ‘নীল টিক’ ফিরছে আজ, গুনতে হবে মাসে ৮ ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০১:২৬ পিএম

টুইটারে ‘নীল টিক’ ফিরছে আজ, গুনতে হবে মাসে ৮ ডলার

আজ থেকে টুইটারে আবার অ্যাকাউন্ট যাচাই করে নেওয়া ‘নীল টিক’ সেবা চালু হতে যাচ্ছে। এর আগে টুইটারের পক্ষ থেকে আট ডলার নীল টিক সেবা চালু করলে অনেক ভুয়া অ্যাকাউন্টে এ সেবা চালু হয়ে যায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার টুইটার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আজ থেকে নীল টিক পাওয়া ব্যবহারকারীদের মাসে আট ডলার করে গুনতে হবে। তবে আইফোনে (আইওএস) এই সেবা গ্রহীতাদের গুনতে হবে মাসে ১১ ডলার।

এর আগে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক জানিয়েছেন, কোনো অ্যাকাউন্টকে নীল টিক দেওয়ার আগে সেগুলো যাচাই করবেন টুইটারের কর্মীরা। তবে এখন থেকে টুইটারের ভেরিফায়েড সেবার চিহ্নের রং হবে তিনটি। প্রতিষ্ঠানের জন্য ‘সোনালি টিক’, সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য ‘ধূসর টিক’ আর ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ‘নীল টিক’ চালু হবে। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি বা তারকার পার্থক্য করা হবে না। এভাবে ভেরিফায়েড সেবা দেওয়া কষ্টকর হলেও তা জরুরি বলে মনে করছেন মাস্ক।’

গতকাল এক টুইটার পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ লিখেছে: ‘আমরা সোমবার থেকে আবারও টুইটার ব্লু চালু করছি। নীল টিকসহ শুধু সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত ফিচারগুলো পেতে হলে ওয়েবে সাবস্ক্রাইবকারীদের মাসে ৮ ডলার এবং আইওএস-এ (অ্যাপলের অপারেটিং সিস্টেম) সাবস্ক্রাইবকারীদের মাসে ১১ ডলার করে গুনতে হবে।’

Link copied!