টেসলা বাজার থেকে উঠিয়ে নিচ্ছে ৩ লাখ ৬২ হাজার গাড়ি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০২:১০ পিএম

টেসলা বাজার থেকে উঠিয়ে নিচ্ছে ৩ লাখ ৬২ হাজার গাড়ি

গাড়ির ফুল সেলফ ড্রাইভিং (এফএসডি) বেটা সফটওয়্যার আপডেট করার জন্য বাজার থেকে ৩ লাখ ৬২ হাজার গাড়ি তুলে নিচ্ছে টেসলা। সফটওয়্যার ত্রুটি নিয়ে সতর্কতা পাওয়ার পরই এই ব্যবস্থা নিলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন সতর্কবার্তা দিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, টেসলার গাড়িগুলোতে থাকা এফএসডি সফটওয়্যার সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর জন্য ততটা পারদর্শী নয়। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের ট্রাফিক সেফটি আইনগুলোর সাথেও পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। 

এনএইচটিএসএ বলেছে, ‘টেসলার সফটওয়্যার একটি গাড়িকে গতি সীমা অতিক্রম করতে বা বেআইনি কিংবা অপ্রত্যাশিত উপায়ে চৌরাস্তার মোড় পার হতে অনুমতি দেয় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।’ 

এনএইচটিএসএর অভিযোগের পরপরই টেসলার তরফ থেকে গাড়িগুলো বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।

টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিনামূল্যে ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট করে দেবে। উল্লিখিত সমস্যার কারণে কেউ আহত বা নিহত হয়েছেন এমন খবর তাদের কাছে নেই। তবে, ১৮ জন কাস্টমার ওয়ারেন্টি সেবা দাবি করেছে বলে জানিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। 

বাজার থেকে তুলে নেয়া টেসলার গাড়ির মডেলগুলো ২০১৬ থেকে ২০২৩ সালে মধ্যে নামানো হয়েছিল। মডেলগুলো হলো- ২০১৬-২০২৩ মডেল এস, মডেল এক্স, ২০১৭-২০২৩ মডেল ৩, ২০২০-২০২৩ মডেল ওয়াই।

গাড়িগুলো বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়ার পরপরই ১ দশমিক ৬ শতাংশ কমে যায় ধনকুবের ইলন মাস্কের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য।

Link copied!