নাসার ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ জয়ী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২১, ১০:৩৭ পিএম

নাসার ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ জয়ী বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত 'নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ' প্রতিযোগীতায় বিজয়ী বাংলাদেশ। এ বছর প্রতিযোগিতায় ১৬২টি দেশ থেকে ২৮ হাজারের বেশি প্রতিযোগী যোগ দেন।

নাসা আয়োজিত বার্ষিক এ প্রতিযোগিতায় ২৮টি চ্যালেঞ্জ এবং ২ হাজার ৮০০ এর বেশি প্রকল্প এতে অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে, বাংলাদেশের টিম 'মহাকাশ' 'বেস্ট মিশন কনসেপ্ট' ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বার্নিতা বসাক ত্রিশা ও মো. মোমেনুল হক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমিত চন্দ, সামির ইমতিয়াজ, শিশির কেয়ারী ও আলভি রওনক টিম 'মহাকাশ' নাম নিয়ে বিজয়ী হন।

এ বছরে এই চ্যালেঞ্জের থিম ছিল 'ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন ভার্সন ২.০'।

এজন্য অংশগ্রহণকারীদের জিওলজি টুলের ইন্টারেক্টিভ থ্রিডি মডেল তৈরি করতে হয়েছে, যা মহাকাশচারীরা অন্য গ্রহের উপরি ভাগে অন্বেষণের সময় ব্যবহার করতে পারে।

Link copied!