নিয়োগ বন্ধ করে টেসলায় শুরু হচ্ছে ছাঁটাই

প্রযুক্তি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২২, ০৯:৪৮ পিএম

নিয়োগ বন্ধ করে টেসলায় শুরু হচ্ছে ছাঁটাই

এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এর পাশাপাশি নিয়োগও বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। এর আগে চলতি বছরের জুন মাসে মাস্ক বলেছিলেন, ‘টেসলা আগামী তিন মাসে মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে।’

এমন সময় ছাঁটাইয়ের পদক্ষেপটি এলো যে সময় বিনিয়োগকারীরা উদ্বেগে আছে। টুইটার কেনার পর সেখানে অর্থ ও সময় ব্যয় করতে গিয়ে টেসলায় অমনোযোগী হয়ে গেছেন ইলন মাস্ক, এমনটাই অভিযোগ। 

ছাঁটাইয়ের সংবাদ প্রকাশ হওয়ার পর টেসলার শেয়ারের দর ১ শতাংশ বেড়ে ১৩৯ ডলার ২৫ সেন্টে উঠে। ইলন মাস্ক চলতি মাসে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন। তবে টেসলার বিশ্লেষকরা মনে করছেন, চীনে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদার কমায় ভবিষ্যতে শেয়ারের মূল্য লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কমবে। 

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।  বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।

Link copied!