ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের টাইমলাইনকে ইচ্ছেমতো সাজানোর সুযোগ নতুন ফিচার আনছে মেটা। সম্প্রতি, ফেসবুকের নিউজফিডের জন্য নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় তারা।
এসব ফিচার পুরোপুরি চালু হলে ব্যবহারকারীরা ফেসবুকে নিজেদের নিউজফিড ইচ্ছেমতো সাজাতে পারবেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এসব ফিচার চালু হলে ব্যবহারকারী নিজেদের নিউজফিডকে ইচ্ছেমতো সাজাতে পারবেন। চাইলে পরিবার, বন্ধু ও স্বজনদের দেওয়া পোস্ট দেখতে পারবেন। এমনকি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা ব্যক্তি চাইলে তার পেজে আসা বিজ্ঞাপনও নিয়ন্ত্রণ করতে পারবেন।
বিবিসি বলছে, ফেসবুকে নিউজফিডকে ‘কাস্টমাইজ’ করে মানুষের পছন্দের তালিকাগুলো যাচাই-বাছাই করতে নতুন ফিচারগুলো আনা হচ্ছে। এরমধ্যে রয়েছে বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের দেওয়া পোস্টের সংখ্যা বাড়ানো এবং গ্রুপ ও বিভিন্ন পেজ থেকে আসা কনটেন্ট কমিয়ে আনা।
মেটার একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, ফেসবুকের সাব মেনুতে নিউজফিড সহজে নিয়ন্ত্রণ করার ফিচার সংযুক্ত হবে। এতে একজন ব্যবহারকারীর যেমন পছন্দ তিনি তেমনভাবেই তার নিউজফিড সাজাতে পারবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলো ‘স্নুজ’ করে রাখা যাবে।
মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য নিউজফিডকে আরও সহজ করে তুলতে এবং মানুষ যেভাবে চায় সেভাবেই যেন এটি দেখতে পারে, সে লক্ষ্যেই এখন পরীক্ষামূলক কাজ চলছে।