ফোনের অভিন্ন চার্জারের আইন পাস করলো ইইউ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৫:৩১ পিএম

ফোনের অভিন্ন চার্জারের আইন পাস করলো ইইউ

সব ধরনের ফোনের জন্য একই ধরনের চার্জার তৈরি করতে হবে মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে। ২০২৪ সালের মধ্যে সব ফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে। মঙ্গলবার এই মর্মে প্রস্তাব আনা হয় ইইউ সংসদে। সেখানে ভোটাভুটির মাধ্যমে পাস হয়ে যায় প্রস্তাব। এর ফলে অ্যাপল-সহ একাধিক সংস্থাকে বদল আনতে হবে তাঁদের ফোন ও চার্জারে।

বর্তমানে এন্ড্রোয়েড ফোনে যে ‘ইউএসবি-টাইপ সি’ চার্জার ব্যবহৃত হয়, পাস হওয়া প্রস্তাব অনুযায়ী সব ফোনের জন্যই সেই চার্জার ব্যবহার করতে হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশে। নামী সংস্থাগুলোর মধ্যে এই নিয়মে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপলের ওপর। প্রভাব পড়বে স্যামসং ও হুয়ায়েই-র মতো সংস্থার উপরেও। তবে বিশেষজ্ঞদের ধারণা, এতে লাভ হবে গ্রাহকদের। কারণ ফোন বদল করলেও চার্জার হাতড়ে বেড়াতে হবে না।

শুধু ফোনই নয়। মোট ১৩ রকম যন্ত্রের ক্ষেত্রেও একই নিয়ম আসতে চলেছে। ইয়ারবাড, হেডফোন ও বই পড়ার ই-রিডারের মতো যন্ত্র চার্জ দেওয়ার জন্য একই ধরনের চার্জার ব্যবহার করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রেও জারি হবে এই নিয়ম। তবে তার জন্য আরও কিছু দিন সময় পাবে নির্মাতা সংস্থাগুলো। ২০২৬ সালের মধ্যে ল্যাপটপের ক্ষেত্রে একক চার্জার বানানোর নিয়ম জারি হবে।

সূত্র: আনন্দবাজার

Link copied!