বন্যাপ্লাবিত এলাকায় ১ হাজারের বেশি মোবাইল টাওয়ার সচল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০১:০৩ পিএম

বন্যাপ্লাবিত এলাকায় ১ হাজারের বেশি মোবাইল টাওয়ার সচল

দেশের বন্যাদুর্গত এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা সচল করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসির সদস্যরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মোবাইল অপারেটরদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় সোমবার (২০ জুন) সন্ধ্যা পর্যন্ত মোট ১ হাজার ১৪৬টি সাইট পুনরায় সচল করা হয়।

মঙ্গলবার (২১ জুন) সকালে বিটিআরসির উপপরিচালক মো. জাকির হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রবল ভারী বর্ষণ ও অতি বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা বন্যা প্লাবিত। এসব জেলার অধিবাসীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বন্যাপ্লাবিত এলাকায় চার মোবাইল অপারেটরের ৩ হাজার ৬১৭টি টাওয়ার রয়েছে। বন্যায় এর ৯৭৬টি টাওয়ার বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যাওয়ায় মোবাইলে নেটওয়ার্ক পেতে সমস্যা দেখা দিয়েছে। 

 

Link copied!